কোটচাঁদপুরে মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দেয়ার কথা বলে এক ব্যক্তি দু বৃদ্ধের কাছ থেকে হাতিয়েছে মোটা অঙ্কের টাকা

 

 

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহেরকোটচাঁদপুর উপজেলার শালকূপা গ্রামের রফিকুল ইসলাম মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দেয়ার আশ্বাসে দু বৃদ্ধের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে। দু বৃদ্ধ অর্থ ফেরত পাওয়ার আশায় বিভিন্ন স্থানে ধরনা দিয়ে চলেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, কোটচাঁদপুরউপজেলার শালকূপা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে রফিকুল ইসলামের সাথে প্রায় ছয় বছর আগে ধোপাবিলা গ্রামের ইয়াকুব মণ্ডল (৬০) ও লক্ষ্মীপুর গ্রামের সদর আলীর (৬২) পরিচয় হয়। আলাপচারিতায় রফিকুল তাদের জানায়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ ঢাকায় সরকারের বিভিন্ন ওপরমহলে তার যোগাযোগ আছে। তারা যদি ইচ্ছা করে এবং খরচপাতি দেয় তাহলে সে তাদের মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দিতে পারে। এতে করে তারা মুক্তিযোদ্ধা ভাতাসহ সরকারের দেয়া অন্যান্য সুযোগ-সুবিধা পাবে।ফলে সংসারে আর তাদের অভাব-অনটন থাকবে না। রফিকুলের এই আশ্বাসে বিশ্বাস করে গ্রামের সহজ-সরল দু বৃদ্ধ বিভিন্ন সময়ে বাড়ির পশু সম্পদসহ অন্যান্য জিনিসপত্র বিক্রিকরে তার হাতে প্রায় ৪০ হাজার টাকা তুলে দেন। এরপর রফিকুল তাদের নানা টালবাহানা করে ঘোরাতে থাকে। রফিকুলের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রায় ছয় বছর যাবত এ দু বৃদ্ধ টাকা ফেরত পাওয়ার আশায় বিভিন্ন স্থানে ধরনা দিয়ে চলেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য রোববার সকালে ও সোমবার একাধিকবার তার০১৭৪৪-২২৩০৮০ মোবাইল নম্বরে কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ইয়াকুব ও সদর আলীই শুধু নয়,নাম প্রকাশে অনিচ্ছুক অনেক মুক্তিযোদ্ধা জানান তারা বাড়তি সুযোগ-সুবিধা পাওয়ার আশায় রফিকুলের ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হয়েছে।