কালীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার আলতাফ হোসেন

 

 

অপরাধ দমনে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন বলেছেন, অপরাধ দমনে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তার ও চুরি,ডাকাতি,ছিনতাই বন্ধে যা যা করার প্রয়োজন পুলিশ তার সব কিছুই করছে। এজন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। গতকাল বুধবার বিকালে কালীগঞ্জ থানা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,ইভটিজিং,আত্মহত্যা ও বাল্য বিবাহ বন্ধে সকলকে সচেতন হতে হবে। সাংবাদিকরা অবশ্যই তথ্য পাবেন। তথ্য না পাওয়ার কোন যুক্তি নেই। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে,মামলার তদন্তের স্বার্থে অনেক সময় কিছুটা গোপনীয়তা রক্ষা হয়। তিনি বলেন,চুরি,ডাকাতি,ছিনতাই হলে অবশ্যই থানায় মামলা করতে আসবেন। পুলিশ যদি আন্তরিকভাবে এসব বিষয় না দেখে তাহলে আপনার আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। তিনি বাল্য বিবাহকে সামাজিক ব্যাধি উল্লেখ করে বলেন,আপনারা আমাকে তথ্য দিলে যে কাজি বাল্য বিবাহ পড়াবে তাকে আটক করে শাস্তি দেয়া হবে। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম,কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাজেদুল হক লিটন,ইউপি রায়গ্রাম ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম,রাখালগাছি ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু,জেলা ছাত্রলীগ সহসভাপতি কবীর হুসাইন,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বজলুর রশীদ নান্নু,সাংবাদিক নয়ন খন্দকার,ইউপি সদস্য রনি লস্কার প্রমুখ।

জনগণের মুখ থেকে উঠে আসা কালীগঞ্জ থানা পুলিশের সেবা প্রদানসহ বিভিন্ন সমস্যার কথা পুলিশ সুপার ধৈর্যসহকারে শুনেন এবং তার উত্তর দেন। ওপেন হাউজ ডে অনুষ্ঠানটি পরিচালনা করেন এসআই আতিয়ার রহমান।