কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

 

 

কোটচাঁদপুর প্রতিনিধি:ঝিনাইদহেরকোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত ও ৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে কোটচাঁদপুর-কালীগঞ্জ মহাসড়কের কোটচাঁদপুর থানার অদূরে তাল মিলের সামনে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে কোটচাঁদপুর মেন বাসস্ট্যান্ড মসজিদে তাফসির মাহফিল শেষে কয়েক জন মুসল্লি মাহেন্দ্র নামে একটি ইঞ্জিনচালিত গাড়িতে করে কালীগঞ্জ উপজেলার পাতিবিলা নিজ গ্রামে যাচ্ছিলেন। গাড়িটি দ্রুতগতিতে ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা তাল গাছের গুঁড়িতে ধাক্কা দেয়। ফলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।এ ঘটনায় গাড়িচালকসহ ৪জন মারাত্মক আহত হন। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার প্রভাস কুমার দাস হাবিবুর রহমান মাস্টারকে (৫৫) মৃত বলে ঘোষণা করেন। মৃত হাবিবুর রহমান কালীগঞ্জ উপজেলার পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। আহতরা হচ্ছেন-তাফসির অনুষ্ঠানের প্রধান বক্তা এবং পাতিবিলা গ্রামের আঙরেজ মণ্ডলের ছেলে মাও. রুহুল আমিন (৫০), একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম বাবুল (৪৮)এবং গাড়িচালক পার্শ্ববর্তী ইসেরবাই গ্রামের মতলেব হোসেনের ছেলে সেকেন্দার আলী (৩০)। আহদের মধ্যে গাড়িচালক সেকেন্দার আলী অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই যশোহর আড়াইশ বেড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাতবিলা গ্রামের শোকের ছায়া নেমে এসেছে।