ইয়েমেনে ১২শ কারাবন্দীর পলায়ন

 

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের তাইজ শহরের একটি কারাগারে সংঘর্ষ চলার সময় ১২শ বন্দি পালিয়ে গেছে। ওই বন্দিদের মধ্যে আলকায়েদার সন্দেহভাজনরাও ছিলো। খবরে বলা হয়, কীভাবে কারাবন্দীরা পালিয়ে গেছে তা এখনো স্পষ্ট নয়। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, আল-কায়েদার সদস্যরা কারাগারটিতে হামলা চালালে ওই বন্দিরা পালিয়ে যায়। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেহর বিশ্বস্ত সেনারা বন্দিদের পালাতে সাহায্য করেছেন। ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ-রব্বু মনসুর হাদিকে হটিয়ে শিয়া হুতি বিদ্রোহীরা ক্ষমতা নেয়ার পর থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। হুতিদের দমনে গত ২৬ মার্চ থেকে দেশটিতে বিমান হামলা পরিচালনা করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এরপর থেকে এ নিয়ে তিনবার কারাবন্দীদের পালানোর ঘটনা ঘটলো।