১ লাখের বেশি শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে

 

মাথাভাঙ্গা মনিটর: চলতি বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ১ লাখ ৩৭ হাজার শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা। গতকাল বুধবার শরণার্থী সংস্থা জানায়, এদের অধিকাংশই যুদ্ধ ও নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, ইউরোপ সমুদ্র পথে তার ইতিহাসের সবচেয়ে গভীর শরণার্থী সঙ্কটে পতিত হয়েছে। সংস্থাটি আরো জানায়, ২০১৪ সালের একই সময়ের তুলনায় এ বছর সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের সংখ্যা ৮৩ শতাংশ বেড়েছে।