ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীদের গণভোট পেছানোর আহ্বান পুতিনের

মাথাভাঙ্গা মনিটর:রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্বইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীদেরকে স্বাধীনতার প্রশ্নে গণভোট পিছানোর আহ্বানজানিয়েছেন। ইউক্রেইন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহার করা হয়েছে বলেওজানান তিনি।একইসাথেউক্রেইনে ২৫ মে’র প্রেসিডেন্ট নির্বাচনকে সঠিক পথে সঠিক পদক্ষেপবলে সমর্থনকরেছেন পুতিন। তবে সব নাগরিকের অধিকার রক্ষারও দাবি জানিয়েছেনতিনি।পুতিন বলেন, সব নাগরিকের অধিকার রক্ষা না হওয়া পর্যন্ত ২৫ মে’রনির্বাচন থেকে কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসবে না।ইউক্রেইনেরদক্ষিণ-পূর্বাঞ্চলের রুশপন্থিদেরকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা রাশিয়াফেডারেশনের সমর্থকদেরকে ১১ মে’র পরিকল্পিত গণভোট পিছানোর আহ্বানজানাচ্ছি।এতে করে কিয়েভে ইউক্রেইন কর্তৃপক্ষ এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে (যাদের কেউ কেউ বৃহত্তর স্বায়ত্ত্বশাসন এবং কেউ বিচ্ছিন্নতার পক্ষপাতি) সংলাপঅনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি হবে বলে মন্তব্য করেন পুতিন।তার আহ্বানে সাড়াদিয়ে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা বলেছে, পুতিনের প্রতি তাদের সর্বাত্মক শ্রদ্ধারয়েছে এবং আগামী রোববারের গণভোট পেছানো যায় কিনা তা তারা বৃহস্পতিবার ভেবেদেখবে।