আল-শাবাবের ওপর কেনিয়ার বোমা হামলা

মাথাভাঙ্গা মনিটর: সোমালিয়ায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে কেনিয়ার বিমানবাহিনী। কেনিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র ডেভিড ওবনয়ো সোমবার একথা জানিয়েছেন। সোমালিয়ার গেদো অঞ্চলে আল-শাবাবের দুটি শিবিরে জঙ্গি বিমান থেকে বোমা হামলা চালায় কেনিয়া। রোববার রাতের এ বিমান হামলায় আল-শাবাবের শিবির দুটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন ডেভিড। এ দু জায়গা থেকেই কেনিয়ায় ঢুকতো আল শাবাব জঙ্গিরা। কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে আল-শাবাবের ভয়াবহ হামলার পর তাদের বিরুদ্ধে এই প্রথম পাল্টা ব্যবস্থা গ্রহণ করলো দেশটি। গত বৃহস্পতিবার গারিসায় আল শাবাবের হামলায় অন্তত ১৪৮ জন নিহত হয়। সোমালিয়া সীমান্ত থেকে  গারিসায় এ হামলাটিই ছিলো কেনিয়ায় আল শাবাবের সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ। এ ঘটনার পর কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তি আল-শাবাবের বিরুদ্ধে সম্ভাব্য সবচেয়ে কঠিন জবাব দেয়ার অঙ্গীকার করেন। জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে সোমালিয়া সরকারকে সাহায্য করার জন্য কেনিয়া সেখানে সেনা পাঠিয়েছে। এরপরই কেনিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করেছে আল কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব গোষ্ঠী। চরমপন্থি এ গোষ্ঠীটি চায় কেনিয়া সরকার সেনাদের ফিরিয়ে নিক।