আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ হাসিবুল আটক

?

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কালিদাসপুর ইউনিয়নের আসান্নগর গ্রামে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী হাসিবুলকে আটক করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় আসান্নগর স্কুলপাড়ার জামে মসজিদের সামনে থেকে হাসিবুলকে আটক করে পুলিশ।
জানা গেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসান্নগর গ্রামের মাছ ব্যবসায়ী পিকুর ছেলে হাসিবুল ইসলাম দীর্ঘদিন ধরে ফেনসিডিল বিক্রি করে আসছে। হাসিবুল মাছ ব্যবসার আড়ালে বিভিন্ন জায়গা থেকে ফেনসিডিল নিয়ে এসে আলমডাঙ্গা ও কুষ্টিয়া মিরপুর এলাকায় বিক্রি করতো। হাসিবুল সারাদিন আলমডাঙ্গা এলাকার বাইরে থাকতো। সন্ধ্যা হলেই সে এলাকায় প্রবেশ করে ফেনসিডিল বিক্রি করতো। গতকাল সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানার এসআই একরামুল ও এএসআই হামিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার হাতে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।