আলমডাঙ্গা কুমারির মধ্যবয়সী নারীর রহস্যজনক মৃত্যু : ময়নাতদন্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের দু সন্তানের জননী আরোজী খাতুনের (৪০) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতপরশু রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির গোয়াল ঘরের আড়ায় রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করলেও পুলিশের সন্দেহ হওয়ায় মৃতদেহ উদ্ধার করে। হত্যা রহস্য উন্মোচনের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে মৃতদেহ নেয়া হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় নিজ গ্রামে নিয়ে দাফনের প্রক্রিয়া করা হয়। আলমাঙ্গা থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দপুর গ্রামের মৃত হাজরা মণ্ডলের মেয়ে আরোজী খাতুনে সাথে কুমারী চরপাড়ার নিজাম উদ্দীনের ছেলে ইসমাইলের বিয়ে হয়। বিয়ের পর সংসারে আসে দু সন্তান। বড় ছেলের সাথে ভাইয়ের মেয়ের বিয়ে দেয়। এ নিয়েই সংসারে আসে অশান্তির আগুন। তারই জের ধরে গতপরশু রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আরোজী খাতুন। তবে স্থানীয়দের অনেকেরই দাবি, ঘটনার আড়ালে আরো ঘটনা থাকতে পারে।