চুয়াডাঙ্গায় কসাইয়ের দোকানে জরিমানা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাংসের দোকানে গর্ভবতী গাভী জবাই করে বাচ্চা ফেলে রেখে মাংস বিক্রির অপরাধে কসাইয়ের দোকানে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গা বড়বাজার নিচের বাজারে সোহেল কসাইয় ভুড়ি বিক্রি করেন। গত শুক্রবার সকালে সোহেলের কাছে এক ব্যক্তি ভুড়ি কিনতে গিয়ে চোখে পড়ে গরুর বাচ্চা। পরে স্থানীয়রা জানতে পেরে জেলা প্রশাসককে জানালে তিনি দ্রুত পদক্ষেপ নেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা এসিল্যাণ্ড মারফুর আলম সোহেলের দোকানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। তিনি বলেন, আলুকদিয়া, ভালাইপুর, রেলবাজারসহ বিভিন্নস্থান থেকে সে এসব ভুড়ি কিনে এনে বিক্রি করছেন। পরে সোহেল দোষ স্বীকার করলে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে সোহলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। সোহল জরিমানার টাকা সাথে সাথে পরিশোধ করেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।