আইএস প্রধান আল বাগদাদি নিহত-রেডিও ইরান

মাথাভাঙ্গা মনিটর: আইএস প্রধান আবু বাকর আল-বাগদাদি মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে রেডিও ইরান। ভারতের রাষ্ট্রীয় একটি রেডিও, ইরানের একটি রেডিও’র বরাত দিয়ে এরকম একটি টুইট করেছে। গত সপ্তায় ব্রিটিশ এক পত্রিকার খবরে বলা হয়েছিলো, গত মাসে মার্কিন বিমান হামলায় গুরুতর আহত হয়েছিলেন বাগদাদি। গুরুতর আহত হওয়ায় আইএস’র নেতৃত্ব দেয়া তার পক্ষে সম্ভব হচ্ছিলো না। গত বছরও বাগদাদির আহত হওয়ার একটি খবর পাওয়া গিয়েছিলো। কিন্তু সেই খবরের সত্যতা নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে নিশ্চিত হওয়া যায়নি। আবু বাকর অল-বাগদাদির নেতৃত্বে গত বছর থেকে ইরাক ও সিরয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে এ ইসলামিক জঙ্গি গোষ্ঠী। দিন দিন বাড়তে থাকে তাদের নৃশংস কর্মকাণ্ড। বাঘদাদি সাধারণত প্রকাশ্যে খুব কমই এসেছেন। গত বছর জুলাইয়ে একটি মসজিদে দেখা যায় তাকে। সেখানে তিনি সারা বিশ্বের মুসলমানদের নিয়ে খেলাফত গঠন করার ঘোষণা দেন। মার্কিন যুক্তরাষ্ট্র আল-বাঘদাদির মাথার পেছনে ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিলো।