৭ মার্চের বঙ্গবন্ধু স্মারক মুদ্রায়

স্টাফ রিপোর্টার: একাত্তরের ৭ মার্চের ভাষণের ঐতিহাসিক মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংবলিত বিশেষ স্মারক মুদ্রা অবমুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে এ মুদ্রার প্রাথমিক নকশা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক শুভংকর সাহা। তিনি বলেন, ডিজাইনটি বাংলাদেশ ব্যাংকের নোট ডিজাইন অ্যাডভাইজরি কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অ্যাডভাইজরি কমিটির অনুমোদনের পর নকশাটি প্রধানমন্ত্রীকেও দেখানো হবে। প্রধানমন্ত্রী সম্মতি দিলে তৈরি হবে মুদ্রা তৈরির কাজ। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, রুপা ও সোনার প্রলেপ দিয়ে তৈরি হবে এ স্মারক মুদ্রা। প্রধানমন্ত্রী বিদেশি অতিথিদের এ মুদ্রা উপহার দিতে চান। পৌনে দু ইঞ্চি ব্যাসের এ মুদ্রার এক পাশে থাকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রতিকৃতি। অন্যপাশে থাকবে ভাষণের মূল বক্তব্য- এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুদ্রাটি আগামী বিজয় দিবসের আগে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, রুপার মুদ্রা বিক্রি হবে তিন হাজার টাকায়। আর গোল্ড কোটেড মুদ্রার দাম হবে চার হাজার টাকা। তবে মুদ্রার অভিহিত মূল্য কতো হবে তা এখনও ঠিক হয়নি।