স্মৃতি ইরানির গোপন ভিডিও ধারণের ঘটনায় গ্রেফতার ৪

মাথাভাঙ্গা মনিটর: ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী এক সময়কার তুখোর অভিনেত্রী স্মৃতি ইরানির গোপন ভিডিও ধারণের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি স্মৃতি ইরানি গোয়ার একটি পোশাক দোকানে পোশাক ট্রায়াল দিতে ট্রালায়রুমে ঢুকে একটি গোপন ক্যামেরা দেখতে পান। তিনি দেখেন ক্যামেরাটি তার দিকে তাক করা আছে। এ ঘটনায় পুলিশের কাছে আভিযোগ করেন তিনি। এর প্রেক্ষিতেই ওই পোশাক দোকানের চার কর্মীকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, ওই কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে ভারতের ক্ষমতাশালী মন্ত্রীর ট্রায়ালরুমে গোপন ক্যামেরা ধারনের ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে ভারতসহ সারাবিশ্বে। ভারত সরকারও এ ঘটনাকে গুরুত্ব সহকারে দেখছে। অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যেই সিল করে দেয়া হয়েছে স্টোরটি। ঘটনার তদন্তভার দেয়া হয়েছে গোয়া পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে এবং উত্তর গোয়া পুলিশের পক্ষ থেকে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।