হজ কাফেলা অনুষ্ঠানের উপস্থাপক ফারুকীকে জবাই করে খুন

 

 

স্টাফ রিপোর্টার: চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানেরউপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী খুনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নিহতের বাসা থেকে তাদের আটক করে শেরেবাংলানগর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আটককৃতরা হলো-রফিকুল ইসলাম, মো. শফিক ও মো. বেল্লাল।

জানাগেছে, নিহত ফারুকী আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য ও হাইকোর্ট মাজার জামে মসজিদের খতিব ছিলেন।বুধবার রাত সোয়া ৯টায় রাজধানীর পূর্ব রাজাবাজারে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে ছুরিকাঘাত ও গলা কেটে খুন করে দুর্বৃত্তরা।চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানেরউপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী খুনের প্রতিবাদে আগামী রোববাররাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রসেনা।বুধবাররাত সাড়ে ১২টার দিকে নিহতের বাসার সামনে কয়েকশ অনুসারী ও ভক্ত জড়োহন। এ সমায় ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এ হরতালেরডাক দেন।তারা খুনের ঘটনার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।