স্থলবন্দরের দাবিতে মেহেরপুরে মানববন্ধন

 

মেহেরপুর অফিস: স্থলবন্দর স্থাপনের দাবিতে এক ঘণ্টা থমকে গেলো মেহেরপুর। গতকাল শনিবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শহরের ২ কিলোমিটার রাস্তাজুড়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন সর্বস্তরের মানুষ। সকলের মুখে একটাই দাবি, পিছিয়ে পড়া মেহেরপুরবাসীর জীবনমান উন্নয়নে স্থলবন্দর স্থাপন করতেই হবে।

ঘড়ির কাটা যখন ঠিক বিকেল ৪টা তখন সব কাজ ফেলে শহরের প্রধান সড়কে মানববন্ধনে অংশগ্রহণ করেন মেহেরপুরের হাজার হাজার নারী পুরুষ। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দোকানের সামনেই দাঁড়িয়ে গেলেন। ব্যানার নিয়ে সংগঠিত হয়ে কিংবা ব্যক্তিগতভাবেই অনেকেই হাত মেলান মানববন্ধনে। পথচারী, রিকশা-ভ্যান চালক কেউ-ই বাদ পড়েননি। যার যার অবস্থান থেকেই নিজের তাগিদে দাঁড়িয়েছেন মানববন্ধনে। শিশু থেকে তরুণ-যুবক কিংবা বয়োবৃদ্ধ সবাই এসেছিলেন প্রাণের দাবি বাস্তবায়নে। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবীসহ সর্বস্তরের মানুষ ব্যানার হাতে আওয়াজ তুললেন- স্থলবন্দর চাই।

মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছিলেন ফোরামের মুখপাত্র এমএএস ইমনসহ উদ্যোক্তারা। আর পৌরসভার শব্দ যন্ত্রে অনুষ্ঠান সঞ্চালন করেন ফোরামের অন্যতম সদস্য সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপক। বিকেল পৌনে ৫টার দিকে মানববন্ধনে অংশগ্রহণকারীরা পৌরসভার শব্দ যন্ত্রে এক সুরে গাইলেন জাতীয় সঙ্গীত। এরপরেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

মেহেরপুর পৌরসভা, বড়বাজার ও হোটেল বাজার ব্যবসায়ী সমিতি, জেলা পরিবেশক সমিতি, মৃত্তিকা গ্রুপ থিয়েটার, জাগো মেহেরপুর, জাগ্রত তরুণ সম্প্রদায়, সরকারি মহিলা কলেজ, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, অরণী থিয়েটার, গ্লোরিয়াস প্রি-ক্যাডেট স্কুল, জয় সংগঠন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, পাবলিক লাইব্রেরী, জেলা শিল্পকলা একাডেমী, শহীদ রিপন টাউয়ার, মোটরসাইকেল ব্যবসায়ী সমিতি, লর্ডমার্কেট, জেলা আইনজীবি সমিতি, মানব উন্নয়ন কেন্দ্র (মউক), মেহেরপুর শহর ছাত্রলীগ, জেলা শিক্ষক সমিতি, ফ্রেন্ডস ফাউন্ডেশন, প্রথম আলো বন্ধুসভা, মেহেরপুর নিউজ, জেলা জুয়েলারী সমিতি, জাগ্রত গোপালপুরসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।