সৌজন্য সাক্ষাতে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা : সুসম্পর্ক রক্ষায় ঐক্যমত

দর্শনা ও মুজিবনগর পরিদর্শন করলেন বিজিবি-বিএসএফর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

 

দর্শনা অফিস: ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দর্শনা জয়নগর সীমান্ত ও ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে গাড়িবহরযোগে বিএসএফ’র ১৭ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করে। স্বাগত জানান বিজিবির উপস্থিত কর্মকর্তারা।

বিএসএফ’র সাউথ বেঙ্গলের আইজিপি অনিল পাওয়েলের নেতৃত্বে সস্ত্রীক এ দলে আরও উপস্থিত ছিলেন কোলকাতার ডিআইজি এসকে বাকারি, কৃষ্ণনগরের ডিআইজি ডিকে পরামানিক, ১ ব্যাটালিয়ন কমান্ডার শ্রী রওতোলা, ১১৩ ব্যাটালিয়ন কমান্ডার বীরেন দত্ত, ১১৯ ব্যাটালিয়ন কমান্ডার দেবেন্দ্র কুমার ও ১৭৩ ব্যাটলিয়ন কমান্ডার অরুন কুমার। প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানান বিজিবির যশোর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার জাভেদ সুলতান, যশোর রিজিওনালের স্টাফ অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর আলম, অপারেশন অফিসার লে. কর্নেল আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান, কুষ্টিয়া সেক্টরের অপারেশন অফিসার মেজর তারেক মাহমুদ সরকার ও চুয়াডাঙ্গার উপপরিচালক মেজর আনোয়ার জাহিদ। পরে বিজিবির একটি চৌকস দল ভারতের প্রতিনিধি দলকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করে। দর্শনা জয়নগরে বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু দেশের প্রতিনিধি দল কিছুক্ষণ অবস্থান করে। কর্মকর্তাদের মধ্যে সংক্ষিপ্ত মতবিনিময়, চা চক্র ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে গাড়িবহরযোগে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শন মুজিবনগরের উদ্দেশে রওনা দেন তারা। মুজিবনগরের সূর্যোদয় গেস্টহাউজে বিজিবি-বিএসএফ’র মধ্যে একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু দেশের সীমান্তরক্ষীবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করে সীমান্তের চলমান নানা সমস্যা সমাধানের ব্যাপারে ঐকমত্য পোষণ করা হয় বলে বিজিবিসূত্র জানায়।

বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেছে, গতকাল শনিবার সকাল ১১টা ২৫ মিনিটে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেন পিলার ৭৬’র নিকট চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দর্শনা আইসিপি সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ রিজিওন কমান্ডার, যশোর এবং প্রতিপক্ষ বিএসএফ’র সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজির সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন যশোর রিজিওনের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম, বিজিবিএম, এনডিসি, পিএসসি এবং প্রতিপক্ষ বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আইপিএস আইজি শ্রী অনীল পালিবাল। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের নতুন দায়িত্ব গ্রহণের পর আইজি বিএসএফ ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল নিয়ে পত্নীসহ ওই সাক্ষাতে অংশগ্রহণ করেন। প্রতিনিধিদলে আইজি বিএসএফ’র সাথে আরও উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সেকেন্ড ইন কমান্ড শ্রী রথনেশ কুমার, ডিআইজি শ্রী এসপি তিওয়ারী, কোলকাতা সেক্টর সদর দপ্তর কমান্ড্যান্ট শ্রী এএইচ রিজভী, ২৬ বিএসএফ ব্যাটালিয়ন শ্রী ডিকে প্রামাণিক কমান্ড্যান্ট, ১১৩ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী ভিরেন্দ্র দত্ত প্রমুখ। বিজিবি প্রতিনিধিদলে পত্নীসহ রিজিওন কমান্ডারের সাথে আরও উপস্থিত ছিলেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. খলিলুর রহমান, পিএসসি, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান, লে. কর্নেল গাজী মো. আসাদুজ্জামান, লে. কর্নেল এসএম মনিরুজ্জামান, লে. কর্নেল মো. জাহাঙ্গীর হোসেন, লে. কর্নেল মো. আবুল কালাম আজাদ প্রমুখ। পরবর্তীতে বিএসএফ প্রতিনিধিদল মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করে এবং মুজিবনগর কমপ্লেক্সে সংরক্ষণকৃত বিভিন্ন বিষয়াদি সম্পর্কে অবগত হয়। পরিশেষে প্রতিনিধিদল বিকেল ৪টা ৪০ মিনিটে ভারতের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করে।