সাধারণ সভায় চেম্বার গঠনতন্ত্রের কিছু সংশোধন প্রস্তাব পাস

দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ : দুস্থদের দুর্ভোগ লাঘবে সহযোগিতার আহ্বান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সাধারণসভায় গঠনতন্ত্রের কিছু অংশ সংশোধন করা হয়েছে। গতকাল শুক্রবার চেম্বার মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর সকাল ১০টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে প্রায় শতাধিক কম্বল বিতরণ করে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, সমাজের সকল বিত্তবান মানুষদেরকে শীতার্ত মানুষদের পাশে এসে দাঁড়াতে হবে, কারণ তারা আমাদের সমাজের মানুষ, শীতের শুরুতে জেলাতে যে পরিমাণ শীতের তীব্রতা বেড়েছে তাতে সমাজের বিত্তমানদেরকে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। কারণ তারাও আমাদের সমাজের অংশ তাদের প্রতি আমাদেরও দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই এগিয়ে আসতে হবে। আমরা যারা বিত্তবান ব্যক্তি আছি তারা যদি প্রত্যেকে একজন দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে তাদের আর শীতে কষ্ট পেতে হবে না। শীতবস্ত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক। এর আগে প্রধান অতিথি চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চেম্বার অব কমার্সে আসলে চেম্বার নেতৃবৃন্দ ও জেলার বিশিষ্ট্য ব্যবসায়ী নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির বিশেষ সাধারণসভা অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি ইয়াকুব হোসেন মালিক। বিশেষ সাধারণ সভায় চুয়াডাঙ্গা চেম্বারের গঠনতন্ত্রের বেশ কয়েকটি ধারার পরিবর্তনের প্রস্তাব এলে তা সভায় সর্বসম্মতভাবে গৃহীত ও অনুমোদিত হয়। উপস্থিত সদস্যরা বলেছেন- একই ব্যক্তি পর পর তিন বার নির্বাচিত হওয়ার পর একবার বিরতি দিয়ে পরবর্তীতে নির্বাচনে অংশ নেয়ার ধারাটি সংশোধনের প্রস্তাবে আপত্তি তোলেন সাবেক সভাপতি হাবিবুর রহমান লাভলু। অবশ্য কণ্ঠভোটে সে আপত্তি টেকেনি। প্রধান অতিথি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, যুগের সাথে তাল মিলিয়ে চুয়াডাঙ্গা চেম্বার একটি যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়ন করায় চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদসহ চেম্বারের আর্থিক সহায়তার জন্য তিনি ২০ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বারের সাবেক সভাপতি হাবিবুর রহমান লাভলু, সহসভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, এসএ টিভির জেলা প্রতিনিধি বিপুল আশরাফ, দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি রাজিব হাসান কচি এবং বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দসহ চেম্বারের সকল শ্রেণির সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মো. খাইরুল ইসলাম।