সাতগাড়ির নূর উদ্দীন হত্যামামলার আসামি রাব্বীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাতগাড়ির সেই নূরুদ্দীন হত্যামামলার আসামি রাব্বীকে জনগণ ধরে পুলিশে দিয়েছে। গতকাল শনিবার বিকেলে সাতগাড়ি থেকে তাকে আটক করা হয়। সে যশোর পালবাড়ির আশোক কুমার ওরফে নূর ইসলামের ছেলে। পুলিশ বলেছে, রাব্বীর বিরুদ্ধে হত্যামামলা রয়েছে বলে সাতগাড়ির লোকজন জানালেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে কি-না তা খতিয়ে দেখছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকা সাতগাড়ির ছমির উদ্দীনের ছেলে নূর উদ্দীন ২০১০ সালের ১৪ আগস্ট নিখোঁজ হয়। পরদিন চুয়াডাঙ্গা-নীলমণিগঞ্জের মধ্যবর্তী ৫ পকেট ব্রিজের নিকট থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসার এক পর্যায়ে সে মারা যায়। তাকে নির্যাতন করে মুখের মধ্যে গাছের পাতা দিয়ে রাখা হয়। ময়নাতদন্তে এসব প্রমাণ মেলে। পোড়াদহ রেলওয়ে থানায় মামলা হয়। মামলায় রাব্বীকে ২ নম্বর আসামি করা হয়। মামলার বাদী জানান, রাব্বী দীর্ঘদিন ধরে সাতগাড়িতে বসবাস করে আসছিলো। নূর উদ্দীন যেদিন নিখোঁজ হয় সেদিন রাব্বীর সাথে স্টেশন এলাকায় দেখা যায়। নূর উদ্দীনের মৃত্যুর পর সে আত্মগোপন করে। দীর্ঘদিন পর সে সাতগড়িতে ফিরলে তাকে ধরে পুলিশে দেয়া হয়।