সরোজগঞ্জ-খাসকররা সড়কে চারাতলার মাঠে গাছ ফেলে আলমসাধু ডাকাতি

 

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ খাসকররা সড়কে চারাতলা মাঠে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে আলমসাধু ও যাত্রীর কাছ থেকে মোবাইল ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা কুটির পাড়ার আব্দুস সাত্তারের ছেলে গফুর হোসেন গত শনিবার রাতে রোগী নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যান। হাসপাতালে রোগী রেখে লোকজন নিয়ে আলমসাধুযোগে ফেরার পথে ডাকাতদলের কবলে পড়েন তারা।

ডাকাতির শিকার গফুর জানান, রাত আনমানিক সাড়ের ১০টার দিকে সরোজগঞ্জ-খাসকররা সড়কের চারাতলার মাঠে গাছ কেটে রাস্তার ওপর ফেলে রাখে ডাকাতদল। আলমসাধু থামাতেই ডাকাতদল দেশি অস্ত্র নিয়ে সবাইকে জিম্মি করে ফেলে। ডাকাতদল ৪টি মোবাইলফোন ও আলমসাধু করে নিয়ে সটকে পড়ে।

এ বিষয়ে সুম্ভনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুল মজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি শুনেছি। সাথে সাথে ওই এলাকায় অভিযান চালানো হয় কিন্তু কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আলমসাধুটি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।