সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত : ভারী বর্ষণের পূর্বাভাস

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বড়গাংনীতে বজ্রপাতে ঝলসে গেছেন এক তরুণ কৃষক

 

স্টাফ রিপোর্টার: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। গতকাল চুয়াডাঙ্গা, যশোর, পটুয়াখালী, খুলনা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় গতকাল বিকেলে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বড়গাংনীর তরুণ কৃষক আব্দুস সালাম ( ২৬) বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গায় হালকা বৃষ্টি হলেও গতকাল ভ্যাপসা গরম ছিলো। তীব্র খরায় চুয়াডাঙ্গা শহরে বিদ্যুতের লোডশেডিঙের তেমন ধকল না থাকলেও গত কয়েক দিন ধরে বেড়েছে বিড়ম্বনা। চুয়াডাঙ্গায় এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বিকেলে হালকা বৃষ্টির সময় বজ্রপাতে আলমডাঙ্গা বড়গাংনীর মাবুদ আলী কালুর দু ছেলে আব্দুস সালাম ও জব্বার মাঠ থেকে ফিরছিলেন। এ সময় বজ্রপাতে আব্দুস সালামের শরীরের একাংশ ঝলসে যায়। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে তাকে কোথায় নেয়া হয়েছে তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। চুয়াডাঙ্গায় গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ দশমিক ৪ ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। পটুয়াখালীতে গতকাল দেশের সর্বোচ্চ ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও আজ থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাড়তে পারে বৃষ্টিপাত। আবহাওয়া অধিদফতর এরকই পূর্বাভাস দিয়ে বলেছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গতকাল শনিবার আবহাওয়া অফিসের এক  বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তর-উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। খুলনা, চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।