সকল বাধা মোকাবেলা করেই এইচএসসি পরীক্ষা

স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সকল বাধা-বিপত্তি মোকাবেলা করেই নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ করা হবে। এছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প নেই। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনাইটেড ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নূরুল ইসলাম নাহিদ বলেন, হরতাল-অবরোধের মধ্যে পরীক্ষার সময় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি নিয়েছে। গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ ডাকার পর ফেব্রুয়ারি থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলো বাদে অন্য দিনগুলোতে হরতাল ডেকে আসছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। হরতালের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা বার বার পেছাতে হয়েছে। গত ১১ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও হরতাল-অবরোধের কারণে তা শেষ হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তায়। এদিকে আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ১১ জুন পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।