সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে সংবর্ধনা

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগরকে জীবননগর উপজেলার আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। দ্বিতীয় বারের মতো পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হাজি আলী আজগার টগর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ২০০৮ সালে আপনাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হওয়ার পর বিগত ৫ বছর আপনাদের পাশে থেকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুয়ায়ী শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বই তুলে দিয়েছি। শিক্ষানীতি চালু করা হয়েছে। স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন পর্যায়ে উন্নয়ন করেছি। জীবননগর ৩১ শয্যার হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করেছি। অগ্নিনির্বাপক অফিস করেছি। জীবননগরবাসীর দির্ঘদিনের দাবি ছিলো স্থলবন্দরটি চালু করার সেটি করেছি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোঁড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্য সারাদেশে প্রায় সাড়ে ৯ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেছে। কিন্তু দুঃখের বিষয় পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেগুলো বন্ধ করে দিয়েছিলো। ২০০৮ সালে আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর কমিউনিটি ক্লিনিকগুলো পুনরায় আবার চালু করা হয়, যা এখনও অব্যহত রয়েছে। আগামীতে এসব কমিউনিটি ক্লিনিকগুলোর প্রভাইডারদেরকে রাজস্বখাতে নেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি আগামীতে বিদ্যালয়টি এমপিওভুক্তকরণসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। বেলা সাড়ে ১০টার দিকে আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. আব্দুল কাদের প্রধানের সভাপতিত্বে ও শিক্ষক আবুল হাসেমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি আসন্ন জীবননগর উপজেলা পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আসন্ন উপজেলা পরিষদের পুনরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আয়েশা সুলতানা লাকি, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবুল খায়ের ও প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন।