যৌন নিপীড়নের দায়ে জাবি শিক্ষক চাকুরিচ্যুত

 

স্টাফ রিপোর্টার: ছাত্রী যৌন নিপীড়নের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক একেএম আনিসুজ্জামানকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে রেজিস্টার আবু বকর সিদ্দিক বলেন, যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ কে এম আনিসুজ্জামানকে চাকরিচ্যুত করা  হয়েছে।

গত বছরের ২৩ আগস্ট বিভাগের একাধিক শিক্ষার্থী তার বিরদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দিলে যৌন নিপীড়নের বিরোধী সেল এ বিষয়ে প্রাথমিক তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে গত বছর ২৩ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সাথে অধিকতর তদন্তের জন্য উপাচার্যকে সভাপতি এবং রেজিস্ট্রারকে সদস্যসচিব করে একটি বিধিবদ্ধ কমিটি গঠন করা হয়। এ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বৃহষ্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট আনিসুজ্জামানকে অপসারণ করে। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত সম্পর্কে মন্তব্য জানতে একেএম আনিসুজ্জামানকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।