মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের বিভিন্ন বেকারি ও ব্যবসা প্রতিষ্ঠানে নোংরা ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত বেকারি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের নিকট থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল মঙ্গলবার মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মেহেরপুর শহরের বোম্বে বেকারিতে অভিযান চালিয়ে বেকারির মধ্যে টয়লেট ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে বেকারি মালিককে ১৮ হাজার টাকা, জোছনা বেকারিতে নোংরা পরিবেশ থাকায় ৩ হাজার টাকা ও সৌখিন ফার্স্টফুডের দোকানে মেয়াদোত্তীর্ণ জুট পাওয়া যাওয়ায় এক হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের টিম।