যশোর বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১০৮ জন পরীক্ষার্থী বিভিন্ন মেয়াদে বহিষ্কার

 

স্টাফ রিপোর্টার: মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের ১০০তম শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ১০৮ জন পরীক্ষার্থীকে এক থেকে চার বছর পর্যন্ত মেয়াদে বহিষ্কার করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। ৭০ কেন্দ্রের ৯২ জন পরীক্ষার্থীকে ২০১৪ সালের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। এক পরীক্ষার্থীকে ২০১৪ সালের পরীক্ষা বাতিল করে ২০১৫ ও ২০১৬ সালের পরীক্ষা থেকে বিরত রাখা সিদ্ধান্ত হয়েছে। ৮টি কেন্দ্রের ১৫ জন পরীক্ষার্থীকে ২০১৪ সালে পরীক্ষা বাতিল করে পরবর্তী তিন বছর পরীক্ষা থেকে বিরত রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সর্বোচ্চ চার বছরের জন্য বহিষ্কার ঘোষিত ১৫ পরীক্ষার্থীর মধ্যে ৪৪০৮৮৯, ৪৪০৮৫১, ৪৪০৮৭৬, ৪৪০৮৭৯, ৪৪০৮৮০, ৪৪০৮৮৪, ৪৪০৯০৪, ৪৪০৯১০ ও ৪৪১০২৫ রোল নম্বরের অধিকারী হরিণাকুণ্ডু কেন্দ্রের এ ৯ পরীক্ষার্থী অতিরিক্ত খাতায় বাইরে থেকে লিখে এনে মূল খাতার সাথে সংযুক্ত করার অভিযোগ রয়েছে।