মাইকিং করে মুরগী বিক্রির প্রচার করায় প্রচারম্যানকে হাতুড়িপেটা

স্টাফ রিপোর্টার: তুমি আমাদের গ্রামে মাইক বাজায়ওনা, আমার স্ত্রী তোমার দিকে তাকিয়ে থাকে। যদি আর কখনো মাইক বাজাও তাহলে তোমাকে এ গ্রামে ঢুকতে দেয়া হবে না বলে প্রচারম্যানকে গ্রাম থেকে বের করে দেয়া হয়। পরবর্তীতে মাইকিংকরে মুরগী বিক্রির প্রচার করায় প্রচারকারী  আশরাফুল হককে (৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করলো চুয়াডাঙ্গা জেলা সদরের গাইদঘাট স্টেশনপাড়ার আলিহিমের ছেলে আশরাফুল ও তার সহযোগী একই এলাকার চা দোকানদার ভদা। আহত আশরাফুল হক চুয়াডাঙ্গা জেলা শহরের সুমিরদিয়া নিলার মোড়ের ইয়াকুব আলীর ছেলে। গতকাল আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আাশরাফুল হক অভিযোগ করে বলেন, তিনি চুয়াডাঙ্গা রেলবাজারের শরীফ ট্রেডিংয়ের বিক্রয় প্রতিনিধি হওয়ায় তিনি প্রায় প্রতি গ্রামে যায় মালামাল বিক্রি করতে। গাইদঘাটের আশরাফুলের তাতে হয় অসুবিধা। তার স্ত্রী নাকি প্রচারম্যানের দিকে তাকিয়ে থাকে। এতে গাইদঘাটের আশরাফুল প্রচারম্যান আশরাফুল হককে ওই গ্রামে না যাওয়ার জন্য বলে। গতকাল সকাল ১০টার দিকে সুমিরদিয়ার আশরাফুল হক একটি ফার্মের মুরগী বিক্রির প্রচার করতে যান গাইদঘাটে আর সেটাই তার অপরাধ। সেই অপরাধে রাগে ক্ষোভে গাইদঘাটের আশরাফুল চা দোকানদার ভদাকে সাথে নিয়ে তাকে হাতুড়ি দিয়ে পেটাতে থাকে। আশরাফুল হক অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে তার পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।