বয়লার বিস্ফোরণে ঝলসে গেছে চাতাল শ্রমিক আবুল কাসেমের শরীর

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হাজি মোড়স্থ হলুদের চাতালে বয়লার বিস্ফোরণে আবুল কাসেম নামের ১ শ্রমিক ঝলসে গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে চাতালে হলুদ সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে আবুল কাসেমের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বয়লার বিস্ফোরণে দগ্ধ আবুল কাসেমকে উদ্ধার করে চিকিৎসার জন্য আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী ভর্তি করে।
জানা গেছে, আলমডাঙ্গা হাজিমোড়স্থ মরহুম আকরাম হাজির চাতাল বেশ কিছুদিন ধরে ভাড়া নিয়ে হলুদের ব্যবসা করছেন শফি উদ্দিন হাজি। ওই হলুদের চাতালে উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত পলান ম-লের ছেলে আবুল কাসেম বেশ কিছুদিন ধরে শ্রমিক হিসেবে বয়লারে জ্বাল দেয়ার কাজ করেন। গতকাল মঙ্গলবার বিকেলে আবুল কাসেম হলুদ সিদ্ধ করার জন্য বয়লারে কাঠের গুড়ো দিয়ে জ্বাল দিচ্ছিলো। এসময় বয়লার বিস্ফোরণ হয়ে শ্রমিক আবুল কাসেমের শরীরের বয়লারের গরম পানি পড়ে শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীতে ভর্তি করা হয়। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীর কর্তব্যরত চিকিৎসক সহকারী মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ বলেন, বয়লার বিস্ফোরণ হয়ে আবুল কাসেমের শরীরের বিভিন্ন অংশ বয়লারের গরম পানিতে ঝলসে গেছে। স্থানীয়রা তাকে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে ভর্তি করে । বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।