বৌদ্ধবিহার ও মন্দিরে নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার: মিয়ানমারে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পর রাজধানীসহ দেশের সকল বৌদ্ধ বিহার ও বৌদ্ধ মন্দিরে পুলিশী নিরাপত্তা বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট থানাগুলো থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বৌদ্ধ বিহার ও মন্দির সংলগ্ন বাড়িগুলোতে অবস্থানকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে গোয়েন্দারা। অপরদিকে, রাজধানীর বাসাবোর বৌদ্ধ মন্দির, মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, মিরপুরের শাক্যমুনির বৌদ্ধ বিহারে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড্ডা থানার ওসি এমএ জলিল বলেন, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে এপিসি (আর্মাড পারস্যুনেল কেরিয়ার) মোতায়েন করে নজরদারি করা হচ্ছে। এদিকে, বাসাবো বৌদ্ধ মন্দিরের আশপাশের ফুটপাতের দোকান বন্ধ করে দেয়া হয়েছে। মন্দিরে প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রবেশকারীদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে।