বেড়েছে অটো : চুয়াডাঙ্গা পৌরসভার রেজিস্ট্রেশনভুক্ত ৪ হাজার

 

স্টাফ রিপোর্টার: শুধু চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নয়, সারাদেশেই দ্রুত হারে হ্রাস পাচ্ছে প্যাডেল চেপে ঘাম ঝরিয়ে চালানো রিকশা। সওয়ার বহনে স্থান দখল করেছে ব্যাটারিচালিত অটো। তিন চাকার রিকশাতেও ব্যাটারির মোটর যুক্ত করে সহজেই সওয়ার বহনের ব্যবস্থা করা হয়েছে। রিকশা হ্রাস পেলেও শহরে অটোর চাপে যানজট দিন দিন বেড়েই চলেছে। চুয়াডাঙ্গা জেলা শহরে বর্তমানে অটোর সংখ্যা কতো?

প্রতিদিন যে হারে বাড়ছে তা অনুমান করাও কঠিন। শহীদ হাসান চত্বরসহ শহরের হেনো মোড় নেই যেখানে অটোর চাপে যানজট দেখা দিচ্ছে না। এরই মাঝে চুয়াডাঙ্গা পৌরসভা সকল অটো তথা ইজিবাইকের রেজিস্ট্রেশনের ঘোষণা দিয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী আজই শেষ হচ্ছে রেজিস্ট্রেশনের সুযোগ। গত বৃহস্পতিবার পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভায় ৪ হাজারের অধিক অটো রিকশা রেজিস্ট্রেশনভুক্ত হয়েছে। রেজিস্ট্রেশনভুক্ত অটোর চালকদেরও দেয়া হয়েছে অনুমোদনপত্র। পৌরসভাসূত্র বলেছে, আজকের মধ্যে রেজিস্ট্রেশন ফি ৬শ টাকা পরিশোধপূর্বক অনুমোদনপত্র না নিলে পরবর্তীতে শক্ত ব্যবস্থা নেয়া হবে। চালকের অনুমোদনপত্রের জন্য পাসপোর্ট সাইজের দু কপি ছবিসহ বিস্তারিত পরিচয় দিতে হচ্ছে।