বেগমপুর ফুরশেদপুরে পুকুর খননের নামে বালি উত্তোলন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের ফুরশেদপুর গ্রামে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুকুর খননের অজুহাত দেখিয়ে অবৈধভাবে উত্তোলন করা হয়েছে বালি। এ বালি বিক্রি করে কয়েকজনের পকেট ভারি হলেও হুমকির মুখে পড়েছে আবাদি জমি ও পরিবেশ। বিষয়টির প্রতি উপজেলা প্রশাসনের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

এলাকাবাসী অভিযোগ করে জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মিজানুর রহমান মাছচাষের জন্য পুকুর লিজ নেন জনৈক জালাল মিয়ার কাছ থেকে। পুকুরে মাছচাষ করার অযুহাত দেখিয়ে ওই পুকুর থেকে শ শ ট্রাক্টর গাড়ি বালি উত্তোলন করে স্তুপ করেছেন তিনি। প্রতিদিন মিজানুর সেখান থেকে বালি বিক্রি করছেন দেদারছে। বালি উত্তলনের ফলে ওই পুকুরের আশপাশের আবাদি জমি হুমকির মুখে পড়েছে বলে জমির মালিকেরা জানান। মিজানুর প্রভাবশালী হওয়ায় তাকে সাহস করে কেউ কিছু বলতে পারে না। গ্রামবাসী জানান, শুধু আবাদি জমিই নষ্ট হচ্ছে না বসতি এলাকায় বালি উত্তোলন করায় পরিবেশও পড়েছে হুমকির মুখে। বালি উত্তোলনের ব্যাপারে মিজানুর প্রশাসনের কোনো দফতর থেকে অনুমতি নেয়নি বলেও জানা গেছে। বিষয়টি চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই মনে করছেন সচেতনমহল। এ বিষয়ে মিজানুর রহমান বলেন, পুকুর লিজ নিয়ে লোকশান হওয়ায় বালি তোলা হয়েছে। এর জন্য অনুমতি নিতে হবে কেন।