ফেনসিডিল এবং মোটরসাইকেলসহ গ্রেফতার ১

 

দর্শনা আইসি পুলিশ ও নিমতলা বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযান

 

দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ ও নিমতলা বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়েছে। এ অভিযানে বিজিবি ও পুলিশ উদ্ধার করেছে মোটরসাইকেল এবং ফেনসিডিল। গ্রেফতার করেছে এনামুল নামের এক ফেনসিডিল কারবারীকে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর দক্ষিণপাড়ায়। পুলিশ দক্ষিণপাড়ার আজিজুল হকের ছেলে এনামুল হকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ঘরের পেছন থেকে উদ্ধার করেছে ১২ বোতল ফেনসিডিল। এ ঘটনায় এনামুলকে গ্রেফতার করা হয়েছে। এসআই মিজানুর রহমান বাদী হয়ে এনামুলের বিরুদ্ধে গতকালই দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে গতকালই সকাল সাড়ে ৮টার দিকে ল্যান্সনায়েক রাসেল সিকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা বাসস্ট্যান্ড এলাকায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল কারবারীচক্র মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন ফ্রিডম মোটরসাইকেল ও ব্যাগভর্তি ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া নিমতলা বিজিবির একই দল মঙ্গলবার রাত ১১টার দিকে বিজিবির একই দল দর্শনা নিমতলা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।