ফুটবল খেলাকে কেন্দ্র করে আলমডাঙ্গার বণ্ডবিলে মারামারি

আলমডাঙ্গা ব্যুরো: ফুটবল খেলাকে কেন্দ্র করে আলমডাঙ্গার বণ্ডবিল গ্রামের দু মহল্লাবাসীর মধ্যে দু দিন ধরে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শনিবারও দু পাড়ার মধ্যে মারামারির ঘটনা ঘটে। একা পেয়ে স্কুলপাড়ার একজনকে মেরে জখম করেছে উত্তরপাড়ার কয়েক ব্যক্তি। পরে দু পাড়ার মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। বিকেলে আলমডাঙ্গায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে উভয়পক্ষের লোকজনের মধ্যে আপস-মীমাংসা হয়। গ্রামবাসী জানায়, আলমডাঙ্গার বণ্ডবিল গ্রামের স্কুলমাঠে গত শুক্রবার বিকেলে বণ্ডবিলের উত্তরপাড়া ও স্কুলপাড়ার মধ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিলো। খেলায় একটি ফাউলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে রেফারি উভয়পক্ষের দু খেলোয়াড়কে লালকার্ড দেখিয়ে বের করে দেন। একপর্যায়ে উভয়দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে কয়েকজন আহত হন। এ নিয়ে দু পাড়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। গতকাল সকালের দিকে স্কুলপাড়ার আশিকুর উত্তরপাড়ায় তাদের বেগুন ক্ষেতে গেলে উত্তরপাড়ার কয়েক যুবক তাকে মারপিট করে। এর কিছু পরে স্কুলপাড়ার কালু মিস্ত্রির ছেলে বকুল (৪০) আলমডাঙ্গার থেকে বাড়ি ফেরার পথে তাকে একো পেয়ে কুপিয়ে জখম করা হয়। এ সংবাদ স্কুলপাড়ায় পৌছুলে ওই পাড়ার লোকজন ঐক্যবদ্ধ হয়ে স্কুলমাঠের দিকে এগিয়ে যায়। এ সময় উত্তরপাড়ার যুবকরারও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। মহড়াকালে উত্তরপাড়ার নজরুলের ছেলে রানা আহত হন। পরিস্থিতি চরম আকার ধারণ করলে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে উভয়পক্ষ চলে যায়। বিকেলে আওয়ামী লীগ অফিসে নেতৃবৃন্দের উপস্থিতিতে উভয়পক্ষের মধ্যে আপস-মীমাংসা করে দেয়া হয়।