দু লক্ষাধিক টাকা চুরির পর এক যুবক আটক

মেহেরপুরে অভিনব কায়দায় বিকাশ থেকে ক্যাশআউট

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার জোয়ার্দ্দার টেলিকম থেকে অভিনয় কায়দায় বিকাশ থেকে ক্যাশআউট করে মোটা অঙ্কের টাকা লুফে নিয়েছে চোর। পরে হাতেনাতে আটক চোরকে গণধোলাই শেষে স্থানীয় পৌর কাউন্সিলরের নিকট নেয়া হয়। তার স্বীকারোক্তিতে টাকা অভিভাবকরা টাকা ফেরতের আশ্বাস দিলে তাকে ছেড়ে দেয়া হয়।

মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার মিথুন নামের এক যুবক শহরের জোয়ার্দ্দার টেলিকমে বসে মালিক বাহারুল ইসলামের সাথে সখ্য গড়ে তোলে। বিশ্বাস করে তার সামনে মোবাইল থেকে বিকাশ করেন বাহারুল। কৌশলে বিকাশ অ্যাকাউন্টের পিন কোড জেনে নেয় মিথুন। দিনে অধিকাংশ সময় টেলিকমে বসে মিথুন মোবাইল পরিষ্কারের নামে বিভিন্ন বিকাশের দোকানে বিকাশ পাঠিয়ে পরে টাকা তুলে নেয়। এভাবে কয়েক দিনে মিথুন ৫ থেকে ৭ বারে দু লক্ষাধিক টাকা বিভিন্ন বিকাশের দোকানে পাঠায় ও টাকা তুলে নেয়। গতকাল সে হাতেনাতে ধরা পড়লে তাকে গণধোলাই শেষে স্থানীয় পৌর কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবীর রিপনের নিকট দেয়া হয়।