দর্শনা মেমনগর স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে কমিটি গঠন

 

এমপি টগর সভাপতি মহসিন আলী সাধারণ সম্পাদক

দর্শনা অফিস: দর্শনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্ণ হচ্ছে চলতি বছরের ৩১ ডিসেম্বর। শতবর্ষ স্মরণীয় করে রাখতে গ্রহণ করা হচ্ছে ব্যাপক কর্মসূচি। কর্মসূচি সফল করতে চলছে নানামুখি প্রস্তুতি। শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ব্যাপক ধুমধামের সাথে অনুষ্ঠিত হবে আগামী ১৬ ও ১৭ জানুয়ারি। দু দিনব্যাপি অনুষ্ঠানমালায় থাকছে নানা রকমের বর্ণাঢ্য আয়োজন। গঠন করা হয়েছে কমিটি। এ লক্ষ্যে গতকাল সোমবার বিকেলে দর্শনা রেলবাজারস্থ কৃষি উন্নয়ন করপোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয় জরুরিসভা। মেমনগর স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য উদযাপন পরিষদের আহ্বায়ক হাজি আলী আজগার টগর। অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা করেন স্কুলের প্রাক্তন ছাত্র চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। প্রাক্তন ছাত্র গোলাম ফারুক আরিফ ও ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলমের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় আরো আলোচনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফ আলী, বদর উদ্দিন, এরশাদ আলী, প্রাক্তন ছাত্রদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সৈয়দ মজনুর রহমান, হাজি আকমত আলী, রুস্তম আলী, মাহবুব উল ইসলাম খোকন, হাজি জয়নাল আবেদীন, আ. মোমিন, মনিরুল ইসলাম প্রিন্স, শফিকুল আলম, মোমিনুল ইসলাম, হাজি খালেকুজ্জামান, আ. রফিক কাবি, মোশাররফ হোসেন, আশরাফুল ইসলাম উলুম, গিয়াস উদ্দিন পিনা, হাবিবুর রহমান বুলেট, জাহাঙ্গীর আলম লুল্লু, সাত্তার মাস্টার, হাজি সহিদুর রহমান, জাহিদুল ইসলাম, আজাদ, আবু ফয়সাল, আলী মুনসুর বাবু প্রমুখ। পরে শতবর্ষ উদযাপনের লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রাক্তন ছাত্র হাজি আলী আজগার টগরকে। সহসভাপতি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক হামিদুর রহমান, দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, কেরুজ সাবেক এডিএম আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, সহসাধারণ সম্পাদক দর্শনা পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আলী মুনসুর বাবুসহ ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির সকলেই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এ ছাড়া প্রাক্তন ছাত্র সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদকে প্রধান করে ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।