তারেক রহমানের স্ত্রী চাকরি থেকে বরখাস্ত : স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বিএনপিরসিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে চাকরিথেকে বরখাস্ত করা হয়েছে। দীর্ঘ ছয় বছর কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণেতাকে চাকরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রীমোহাম্মদ নাসিম গত সোমবার সংসদে বলেন, আইন সবার জন্যই সমান। আমরা ব্যবস্থানিয়েছি, জোবাইদা রহমানকে বরখাস্ত করে দেয়া হয়েছে। দীর্ঘদিন বিদেশে অবস্থানকরা জোবাইদার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে- একজন সংসদ সদস্যের এমনপ্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। জানা গেছে, ২০১১ সালের ১১ইঅক্টোবর পর্যন্ত ছুটি মঞ্জুর ছিলো জোবাইদা রহমানের।

এরপর স্বামীরচিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার ছুটিবাড়ানোর আবেদন করেন তিনি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জোবাইদারআবেদনটি যৌক্তিকমনে না হওয়ায় ছুটি মঞ্জুর করা হয়নি।

উল্লেখ্য, ২০০৮সালের ১২ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সাথে লন্ডন যান জোবাইদা রহমান।এরপর থেকে স্বামীর সাথে সেখানেই বসবাস করছেন তিনি।