ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

 

ঝিনাইদহ অফিস: বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের শেরেবাংলা সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলীয় নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেপি বসু সড়কে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। পরে সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট এমএ মজিদ, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা এসএম মশিউর রহমান, আক্তারুজ্জামান আক্তার, আনোয়ারুল ইসলাম বাদশা, জিয়াউল ইসলাম ফিরোজ, আহসান হাবিব রনক, আশরাফুল ইসলাম পিন্টু, মিজানুর রহমান সুজন, সাজেদুর রহমান পপ্পু, আরিফুল ইসলাম আনন বক্তব্য রাখেন। সমাবেশে বক্তরা বিচারপতিদের জুডিসিয়াল ক্ষমতা বাতিল করে অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ন্যাস্ত করার তীব্র প্রতিবাদ জানান। বক্তারা বলেন, বর্তমান সরকার নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখার জন্যই ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে সব ধরনের আইন ও নীতিমালা প্রণয়ন করছে। সংবিধানের বিচার বিভাগ পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে বলা হলেও আদালতের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য সংসদে বিচারপতিদের অভিশংসন আইন করা হচ্ছে।