ঝিনাইদহের কালীগঞ্জে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন রেজা সভাপতি ও সোহেল সাধারণ সম্পাদক

কালীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেন বাস টার্মিনালে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ বলেন, খুনি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এ দেশের কৃষক শ্রমিকের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। দেশের বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন বক্তব্য দানকারী খুনি খালেদা জিয়ার বিচার এদেশের মাটিতেই করতে হবে। তাই শেখ হাসিনার সোনার বাংলা গড়তে যুবলীগের সকল নেতা-কর্মীকে সোচ্চার হতে হবে। সকালে অধিবেশনের শুরুতেই দলীয় ও জাতীয় পতাকা তুলে সম্মেলনের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন।

উপজেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রেজার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠাণ্ডু ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মিজানুল ইসলাম মিজু। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা জসিম মাতুব্বর, মোহাম্মদ আলী মিন্টু, মোস্তাফিজুর রহমান ও ঝিনাইদহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলন শেষে বিকাল সাড়ে ৩ টায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে নলডাঙ্গা ভুষণ অডিটরিয়ামে ৩য় অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষে রেজাউল করিম রেজাকে সভাপতি ও জাহাঙ্গীর হোসেন সোহেলকে সাধারণ সম্পাদক ও কবির হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত কনা হয়। সম্মেলন শেষে বিগত সরকারের আমলে হামলায় আহত পঙ্গু অসহায় নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিলের অনুদান প্রদান করা হয়।