জীবননগরের উথলীতে বিনা নোটিশে ১২ ঘণ্টা বিদ্যুত বন্ধ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী পল্লী বিদ্যুত অফিসের আওতাধীন উথলী বাজার এলাকায় বিনা নোটিশে ১২ ঘণ্টা বিদ্যুত সরবরাহ বন্ধ রেখেছে বিদ্যুত বিভাগ। গত সোমবার রাত সাড়ে ৯টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বিদ্যুত বন্ধ থাকায় চলতি এসএসসি পরীক্ষার্থীদের চরম বিঘ্ন ঘটেছে।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টায় উথলী সাবস্টেশনের ৫টি ফিডারে সাড়ে ৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে গ্রিড থেকে সরবরাহ করা হয়েছে সাড়ে ৪ মেগাওয়াট বিদ্যুত, কোনো লোডশেডিং না থাকলেও রাত সাড়ে ৯টায় উথলী বাজার এলাকার একটি ট্রান্সফর্মার বন্ধ রাখা হয়। এর কারণে উথলী বাজারসহ ঈদগাপাড়ার বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুত বন্ধের কারণ জানার জন্য গ্রাহকরা রাত ১০টার দিকে উথলী অভিযোগ কেন্দ্রে গিয়ে বিদ্যুত অফিস বন্ধ পান। এছাড়াও অফিসের নির্ধারিত মোবাইল নম্বরে এবং প্রকৌশলী আলতাফ হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন ধরেননি। এলাকায় গুঞ্জন উঠেছে মাদকব্যবসায়ীরা পাউয়ারটিলারে মাদক ভর্তি করে নির্বিঘ্নে পাচারের জন্য উথলী বিদ্যুত বিভাগকে ম্যানেজ করে নির্দিষ্ট একটি এলাকায় বিদ্যুত বন্ধ রেখেছিলো। তবে বিদ্যুৎ বিভাগ এ অভিযোগ অস্বীকার করেছে। এ ব্যাপারে মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতিরি মহাব্যবস্থাপক প্রকৌশলী আব্দুল মতিন বলেন, তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন বিদ্যুত লাইনের সাথে ডিশলাইনের শর্টসার্কিটের কারণে এমনটি ঘটেছে। তবে বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে।