জীবননগরে বাল্যবিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত হাজির

বর ও কনে পক্ষের ১০ হাজার টাকা জরিমানা
জীবননগর ব্যুরো: নেতাদের লম্ফ-ঝম্ফকে উপেক্ষা করে জীবননগর উপজেলার বাঁকায় বাল্যবিয়ের আসরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বরের আসরে বসা বর ও কনের আসরে বসা কনের পরিবারকে বাল্যবিয়ের কুফলের বর্ণনা তুলে ধরে। এ বাল্যবিয়ের আয়োজন বন্ধ করেন। বাল্যবিয়ে বন্ধ করা হলেও বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে বর ও কনে পক্ষকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জীবননগর উপজেলার বাঁকায় এ বাল্যবিয়ের আয়োজন করা হয়েছিলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার বাঁকায় গ্রামের মাসুদুর রহমানের নাবালিকা মেয়ে স্কুলছাত্রীর সাথে ফারুক হোসেনের নাবালক ছেলে নাঈমুল ইসলামের বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের এ খবর পান প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ইউএনও সেলিম রেজা। তিনি বিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত বসান। এসময় বাল্যবিয়ে সম্পন্ন করতে স্থানীয় কয়েকজন নেতা শুরু করেন লম্ফ-ঝম্ফ। তারা ভ্রাম্যমাণ আদালতকে নিবৃত্ত করারও অপচেষ্টাও করেন। কিন্তু শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করতে সমর্থন হন এবং সেই সাথে বর ও কনের পিতাকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন। উভয় পক্ষ জরিমানার অর্থ প্রদান করে অঙ্গীকার করেন ছেলে-মেয়ে উভয়ই সাবালিকা হলে তারপর তাদের বিয়ে দেয়া হবে।