চুয়াডাঙ্গা থানা কাউন্সিল পাড়ায় আপন বোনকে ধারালো অস্ত্র দিয়ে জখম

স্টাফ রিপোর্টার: পারিবারিক কলহের জেরে চুয়াডাঙ্গা থানা কাউন্সিল পাড়ায় আপন ছোট বোন আফরোজাকে (২৫) ধারালো অস্ত্রের আঘাতে জখম করলো হাবিবুর রহমান হাবিব। তারা চুয়াডাঙ্গা শহরতলীর থানা কাউন্সিলপাড়ার মুক্তিযোদ্ধা মৃত লিয়াকত আলীর সন্তান ও আফরোজা একই এলাকার রফিকুল ইসলাম ঝন্টুর স্ত্রী। গতকাল আফরোজাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আফরোজা অভিযোগে বলেন, তার আপন ভাই হাবিব দীর্ঘদিন ধরে নেশার টাকার জন্য পরিবারে অশান্তি সৃষ্টি করে আসছিলেন। এমনকি তার বাবার মুক্তিযোদ্ধার ভাতার টাকা সে একা ভোগ করার জন্য পরিবারের সবার সাথে দ্বন্দ সৃষ্টি করে আসছে বেশ কিছুদিন যাবত। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের কাছে টাকা চাই। টাকা না পেয়ে হাবিব ঘরের আসবাবপত্র ভাঙচুর করতে থাকে। আফরোজা ঠেকাতে গেলে হাবিব প্রথমে তাকে কিলঘুশি মারে। পরে ধারালো অস্ত্র চাকু দিয়ে আফরোজার বা হাতে কয়েকটা আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে আফরোজা রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে আফরোজার স্বামী ঝন্টু তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।