জীবননগরে জাগরণীচক্রের নামে আদালতে মামলা

জীবননগর ব্যুরো: ডিপিএস’র জমাকৃত টাকা আত্মসাতের অভিযোগে জাগরণী চক্র ফাউন্ডেশনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে গ্রাহক লিটন মিয়া বাদী হয়ে গতকাল মঙ্গলবার এ মামলা দায়ের করেন। মামলায় জাগরণী চক্র ফাউন্ডেশনের জীবননগর শাখা ম্যানেজার পল্লব ঘোষ ও যশোর হেড অফিসের পরিচালক মিন্টু মিয়াকে আসামি করা হয়েছে। বিজ্ঞ আদালত জীবননগর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলে আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, জীবননগর পৌর এলাকার লক্ষ্মীপুরের সাহেব আলীর ছেলে লিটন মিয়া বাজারের একজন ব্যবসায়ী। জাগরণীচক্র ফাউন্ডেশনের ম্যানেজার তাকে তার শাখায় আমানত রাখতে বিভিন্নভাবে ডিপিএস খোলার জন্য উদ্বুদ্ধ করেন। দ্বিগুণ লাভের আশায় ২০০৫ সালের ১০ জানুয়ারিতে ৫শ টাকা কিস্তিতে ১০ বছর মেয়াদী ডিপিএস খোলেন তিনি। নিয়ম অনুযায়ী লিটন ১০ বছর মেয়াদী ডিপিএস’র কিস্তির টাকা সময়মতো পরিশোধ করে যাচ্ছেন। কিন্তু ২০১৫ সালের ১০ জানুয়ারি ডিপিএস’র মেয়াদ পূর্ণ হওয়ার পর গ্রাহক লিটন ডিপিএস’র জমাকৃত টাকা উত্তোলন করতে গেলে জাগরণীচক্র ফাউন্ডেশন কর্তৃপক্ষ গড়িমসি শুরু করে। দীর্ঘদিন গ্রাহক লিটন ম্যানেজার পল্লব ঘোষের দ্বারস্ত হয়ে টাকা উত্তোলন করতে ব্যর্থ হয়ে বিজ্ঞ আদালতে এ মামলা দায়ের করেন।