জীবননগরের বেনীপুর ও ধোপাখালী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার দুটি সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বেনীপুর ও ধোপাখালী সীমান্তে গত রোববার বিকেল ৫টার দিকে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানিয়েছেন।

বেনীপুর সীমান্তের ৬১নং মেন পিলার ও ৭নং সাব পিলারের শূন্যরেখা বরাবর বিকেল ৪টায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন বেনীপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার তোফাজ্জেল হোসেন এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ ব্যাটালিয়নের নোনাগঞ্জ ক্যাম্প কমান্ডার এসআই পরমানন্দ প্রসাধ।

অন্যদিকে ধোপাখালী সীমান্তের ৭০নং মেন পিলার এবং ৩নং সাব পিলারের শূন্যরেখা বরাবর মাধবখালীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ধোপাখালী বিওপি কমান্ডার নায়েব সুবেদার খায়রুল কালাম। ভারতের ১১৩ ব্যাটালিয়ন বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন মাটিয়ারি ক্যাম্প কমান্ডার এসআই বুলবন্ত সাংরা।