জনপ্রতি ফেতরা সর্বনিম্ন ৬৫ টাকা

 

স্টাফ রিপোর্টার: গম বা আটার বাজারমূল্য হিসাব করে এবার সর্বনিম্ন ফেতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৬৫ টাকা। গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফেতরা নির্ধারণী সভার পর ফাউন্ডেশনের পরিচালক আবদুস সালাম এই সিদ্ধান্তের কথা জানান।

ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, এক কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেঁজুর, কিসমিস, পনির বা জবের মধ্যে যেকোনো একটি পণ্যের তিন কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফেতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। এই হিসেবে এবার সর্বনিম্ন ৬৫ টাকা থেকে ১ হাজার ৬৫০ টাকা ফেতরা নির্ধারণ করা হয়েছে। গত বছর সর্বনিম্ন ফেতরা ধরা হয়েছিলো জনপ্রতি ৬০ টাকা।