বিদেশি টুকরো খবর

দেড় বছরে ৬টি পারমাণবিক বোমা বানিয়েছে উত্তর কোরিয়া

মাথাভাঙ্গা মনিটর: উত্তর কোরিয়া গত ১৮ মাসে আরো অন্তত ছয়টি বা তারচেয়ে বেশি পারমাণবিক বোমা বানিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে দেশটির মোট সম্ভাব্য পরমাণু অস্ত্রের সংখ্যা দাঁড়ালো ২১ বা এর বেশি। মঙ্গলবার মার্কিন থিংক ট্যাঙ্ক একথা জানায়। উত্তর কোরিয়া ইয়ংবিয়ং কমপ্লেক্সে পরমাণু অস্ত্রে ব্যবহারের জন্যে প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণ ফের শুরু করে থাকতে পারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান ইয়োকিয়া আমানো গত সপ্তাহে এমন কথা বলার পর খবরটি প্রকাশিত হলো। ২০১৪ সালের শেষের দিকে দ্য ইন্সটিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি উত্তর কোরিয়ার ১০ থেকে ১৬টি পারমাণবিক অস্ত্র থাকার কথা জানিয়েছিলো। এরপর থেকে উত্তর কোরিয়া আরো চার থেকে ছয়টি পরমাণু অস্ত্র তৈরি করে বলে সংস্থাটি জানায়। এর ফলে এখন পর্যন্ত ১৩ থেকে ২১ বা তার বেশি পারমাণবিক বোমা তাদের সম্ভারে থাকলো।

 

সরকারি অর্থে ভ্রমণের অভিযোগে টোকিওর গভর্নরের পদত্যাগ

মাথাভাঙ্গা মনিটর: বিদেশ ভ্রমণে অনৈতিকভাবে সরকারি অর্থ ব্যয় নিয়ে সৃষ্ট অসন্তোষের মুখে পদত্যাগ করেছেন জাপানের রাজধানী টোকিওর গর্ভনর ইয়চি মাসুজুই। ব্যাপক সমালোচনা আর বির্তকের পর বুধবার সকালে সংসদে স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। বিবিসি জানিয়েছে, বুধবার টোকিও আসেম্বলিতে হতে যাওয়া অনস্থা ভোটে তিনি হেরে যাবেন বলে ধারণা করা হচ্ছিল। এর কয়েক ঘণ্টা আগেই পদত্যাগ করে অনাস্থা ভোট এড়ান তিনি। ২০২০ সালে টোকিও অলিম্পিকের দায়িত্বে থাকা এই গর্ভনরের পদত্যাগে অলিম্পিক আয়োজনে কোনো প্রভাব পড়বে না বলে দেশটির সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ২০১৪ সালে টোকিওর গর্ভনর হওয়ার পর থেকে এ পর্যন্ত নয়বার বিদেশ ভ্রমণে সরকারি কোষাগারের ২০ কোটি ইয়েন খরচ করেন মাসুজুই। বিলাস বহুল হোটেলে রাত্রি যাপন, সরকারি অর্থে সন্তানদের কমিক ও চিত্রকলার বই কিনে দেয়া, উচ্চমূল্যের খাবার গ্রহণ ও গর্ভনরের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এসব অভিযোগের কোনো ব্যাখ্যা দিতেও রাজি হননি তিনি।

 

ভারতে ৫ বছর পর আবারো পোলিওর আবির্ভাব

মাথাভাঙ্গা মনিটর: ভারতে পাঁচ বছর পর পুনরায় পোলিও ভাইরাসের আবির্ভাব ঘটেছে। এর ফলে দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা কর্তৃপক্ষ রাজ্যটির রাজধানী হায়দ্রাবাদে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। সম্প্রতি হায়দরাবাদের আম্বেরপেত এলাকার একটি নালার পানির নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা করে পোলিও ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য সচিব রাজেশ্বর তিওয়ারী গণমাধ্যমকে বলেন, তেলেঙ্গানার আম্বেরপেতের সুয়ারেজের পানির নমুনা ল্যাবে পরীক্ষা শেষে ভাইরাসটির (টাইপ-২) অস্তিত্ব পাওয়া গেছে। ২০১১ সাল থেকে ভারত পোলিও-মুক্ত দেশ হিসেবে পরিচিত।

 

দুই বছরের শিশুকে নিয়ে গেলো কুমির!

মাথাভাঙ্গা মনিটর: দুই বছরের এক শিশুকে পানিতে টেনে নিয়ে গেছে কুমির। ছেলেটির বাবা এ সময় পানিতে ঝাপ দিয়ে ছেলেকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ফ্লোরিডার স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে। ওরল্যান্ডো শহরে ডিজনি গ্রান্ড ফ্লোরেডিয়ান রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের নিকটে সেভেন সি লেগুনের তীরে এ ঘটনা ঘটে। ফ্লোরিডার শেরিফ জানায়, নেবরাস্কা রাজ্য থেকে এই পরিবারটি তাদের শিশুদের নিয়ে বেড়াতে ডিজনির এই রিসোর্টে আসে। রাতে তারা অলস সময় কাটানোর জন্য পানির ধারে এস বসে। এ সময় শিশুটি পানিতে নামলে সেখান থেকে কুমির তাকে টেনে নিয়ে যায়। এ সময় শিশুটির বাবা তাকে খোঁজার চেষ্টা করেন পানিতে নেমে। কিন্তু তিনি খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনার পর সেখানে পুলিশ ও বন্যপ্রাণী বিষেষজ্ঞের একটি দল শিশুটির খোঁজে নেমেছ। কিন্তু এখন পর্যন্ত শিশুটির খোঁজ মেলেনি। উল্লেখ্য, ১৯৪৮ সালের পর থেকে এখন পর্যন্ত ওরল্যান্ডোর এই অঞ্চল থেকে ২২ জন মানুষ কুমিরের আক্রমণে মারা গেছেন।