চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সেচ্ছাসেবক সাকিবের মৃত্যু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাকিব আল হাসান ওরফে আলামিন (৩০) নামের এক সেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। সাকিব চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার গোপালপুর উত্তরপাড়ার আব্দুল জলিল মণ্ডলের ছেলে। তিনি গত পাঁচ বছর যাবত সুনামের সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে সেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছিলেন। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সাকিব আল হাসান গতপরশু সোমবার সন্ধ্যা ৭টার দিকে হঠাত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ৩টার দিকে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৫টার দিকে তার মৃত্যু হয়। গতকাল বেলা ১১টার দিকে তার গ্রামের বাড়ি গোপালপুরে জানাজা শেষে সেখানেই তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। বিএমএর সভাপতি ডা. মার্টিন হিরোক চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ ও সদর হাসতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু হাসান মো. ওয়াহেদ রানাসহ অন্যান্য চিকিৎসক এবং তার সহকর্মীরা জানাজায় শরীক হন। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম সাকিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।