চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের কার্যক্রম উদ্বোধনকালে জেলা প্রশাসক

?

জেলায় শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখবে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে, সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মণ্ডল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাসুদুজ্জামান প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক বলেন, জেলায় শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটি জেলার শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব ধরণের কর্মসূচি গ্রহণ করা হবে। এজন্য প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। প্রতিষ্ঠানের নামে ফেইজবুক পেইজ খোলা, অভিভাবক সমাবেশসহ বেশ কয়েকটি পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। পরে প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মাও. রুহুল আমীন। এর আগে প্রতিটি শ্রেণি কক্ষ পরিদর্শনকালে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। বর্তমানে প্রতিষ্ঠানের প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ২৪০ জন। আগামী বছরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, আইনি জটিলতার কারণে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভবন নির্মাণ কাজ বন্ধ থাকায় চলতি বছরের জানুয়ারিতে ম্যাজিট্রেট কোয়ার্টারে এর অস্থায়ী কার্যক্রম শুরু হয়।