চুয়াডাঙ্গা সদরের শ্রীকোল গ্রামে বাঘ ঢাসার কামড়ে বৃদ্ধার মৃত্যু

 

বাড়ির পাশে কলাবাগান থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ডিঙ্গেদহ প্রতিনিধি: বাঘঢাসার কামড়ে শুকুর আলী (৮০) নামের এক বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদরের শ্রীকোল গ্রামবাসী শ্রীকোল সরকারি কবর স্থানের পাশের কলা বাগান থেকে বৃদ্ধর লাশটি উদ্ধার করে। সে শ্রীকোল গ্রামের ঈদগাহপাড়ার মৃত পাচু মণ্ডলের ছেলে।

গ্রামবাসী জানায়, শুকুর আলী মাঠ থেকে ধান আনার জন্য আসরের নামাজের পর বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু সন্ধ্যার পর বাড়ি না ফিরলে সবাই তাকে খোঁজাখুজি শুরু করে। অনেক খোঁজাখুজির পর বাড়ির নিকট কবরস্থানের পাশে কলা বাগানের মধ্য থেকে রাত আনুমানিক ৯টার দিকে বৃদ্ধর লাশ দেখতে পায়। তার মুখে ও সমস্ত শরীরে অসংখ্য নোখের আচড়ের দাগ এবং গলার কাছে ফুটো দেখতে পায়। এ সময় গ্রামবাসী তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। গ্রামবাসী জানায়, গ্রামের ব্যাপকহারে বাঘঢাসার উপদ্রুব দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই ছাগল ও হাসমুরগী ধরে নিয়ে যাচ্ছে। এজন্য গ্রামবাসীর ধারণা তাকে বাঘঢাসায় ধরে ক্ষতবিক্ষত করেছে। গতকাল বুধবার সকাল ১০টায় জানাজা শেষে দাফন করা হয়েছে। বৃদ্ধ শুকুর আলী ৩ ছেলে ও ৪ কন্যা সন্তানের জনক।