ছেলের দেয়া আগুনে পিতার মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের সেই বখাটে ছেলে ফারদিন হুদা মুগ্ধ’র দগ্ধ বাবা এটিএম রফিকুল হুদা (৪৮) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৬০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিলো। এটিএম রফিকুল হুদা সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার ছোট ভাই। এদিকে এই ঘটনায় ফরিদপুর কোতোয়ালী থানায় গতকাল বুধবার বিকালে একটি হত্যা মামলা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দোষী ছেলের শাস্তিও দাবি করেছে এলাকাবাসী। লাশের দাফনের ব্যাপারে রফিকুল হুদার ভাই এ টি এম সিরাজুল হুদা জানান, তার মরদেহ বড় ভাই এটিএম শামসুল হুদার (সাবেক সিইসি) পরামর্শ অনুযায়ী ঢাকায় অথবা ফরিদপুরে দাফন করা হবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে তাদের ভগ্নিপতি আকরামউদ্দিন বাদি হয়ে ছেলে ফারদিন হুদা মুগ্ধকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। তিনি বলেন, পুলিশ চেষ্টা করছে মামলার এজাহার ভুক্ত আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে।