চুয়াডাঙ্গা শহরে বিউটিশিয়ানের কাছেচাঁদা দাবি : থানায় ডায়েরি

 

 

পমহল বিউটি পার্লারের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

স্টাফ রিপোর্টারচুয়াডাঙ্গা শহরের গোরস্তানপাড়ার রূপমহল বিউটি পার্লারের পাশ থেকে ২টি বোমা সাদৃস্যবস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর থানা পুলিশ উদ্ধারে করে নিষ্ক্রীয় করার জন্য পানিভর্তি বালতিতে রাখা হয়।

রূপমহল বিউটি পার্লারের মালিক মলি জানান, গত এক সপ্তাহ আগে মোবাইলফোনে দশ হাজার টাকা চাঁদা দাবি করে চাঁদাবাজরা। তিনি চাঁদা দিতে অপারগতা জানালে তার বাড়িতে হত্যা হুমকির চিঠি, কাফনের কাপড় পাঠায় তারা। হত্যার হুমকির চিঠিটি তিনি সদর থানায় জমা দিয়ে একটি সাধারণ ডায়েরি করেন মলি। কারণে-অকারণে বিভিন্ন সময় মোবাইলের মাধ্যমে তাকে উত্যক্ত করে আসছিলো চাঁদাবাজরা। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে নিজ পার্লারের জানালা পরিষ্কার করতে গিয়ে জানালার পাশে লাল রঙের টেপে জড়ানো বোমা দেখে তিনি ভয় পেয়ে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাড়িতে অবস্থান নেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে চাঁদার টাকা না পেয়ে আতঙ্ক সৃষ্টির জন্য বোমা দুটি রাখা হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সি বলেন, খবর পেয়ে পুলিশ কোনো রকম দুর্ঘটনা ঘটার আগেই বোমা সাদৃশ বস্তু দুটিকে উদ্ধার করে।