চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বারাদীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, বিএনপি, জামায়াত-শিবিরের অবৈধ হরতাল ও দেশজুড়ে জ্বালাও পোড়াও এবং ছাত্রদলের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের বিরুদ্ধে চুয়াডাঙ্গা কলেজ ছাত্র লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মেহেরপুরের আমঝুপিতেও ছাত্রলীগ মিছিল করেছে।

জানা গেছে, ছাত্রলীগের বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ ক্যাপাস প্রদক্ষিণ শেষ সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তির, সহসভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, রাশেদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান, ক্রীড়া সম্পাদক ফিরোজ আলী জোয়ার্দ্দার, তথ্য সম্পাদক শিহাব রানা মধু, পাঠ্য সম্পাদক শাহাবুল হোসেন, গবেষণা সম্পাদক আক্তার হোসেন, সহসম্পাদক ইমরান হোসেন, ফয়সাল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল, স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, ছাত্রলীগ নেতা খালিদ মাহমুদ, শিমুল, টোকন, রানা, মোমিন, জুয়েল, কাদের, কোলিন্স, টিটোন, আলিফ নুর, জিম, লিপু, রিজভী,রনি, শিমু, মানা, নয়ন, মালেক, ইব্রাহীম, সোহেল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক।

আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদী ছাত্রলীগের আয়োজনে বারাদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বারাদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন কার্যালয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস, সম্পাদক মোমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম লিজন, বিপ্লব, রানা, রিংকু, লাল্টু ও মোমিন। এ সময় ইউনিয়ন ছাত্রলীগ যুবলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।